মঙ্গলবার- ১৪ অক্টোবর, ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর হচ্ছে চট্টগ্রামে

“এটি চালু হলে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা অপরিহার্য নথিপত্র সত্যায়নের জন্য আর ঢাকায় যেতে হবে না”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর হচ্ছে চট্টগ্রামে

দেশের নাগরিকদের কনস্যুলার সেবা পৌঁছে দিতে চট্টগ্রামে একটি কনস্যুলার দপ্তর খুলতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একজন পরিচালকের নেতৃত্বে কয়েকজন স্টাফ নিয়ে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জুলাইয়ে সরকারের উচ্চপর্যায়ে চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার দপ্তর চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটি চালু হলে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা অপরিহার্য নথিপত্র সত্যায়নের জন্য আর ঢাকায় আসতে হবে না।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

জানা গেছে, চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত আঞ্চলিক দপ্তরটিতে বিদেশে কর্মরত ও বিদেশগামী নাগরিকদের প্রয়োজনীয় সব কনস্যুলার সেবা দেওয়া হবে। এসব সেবার মধ্যে থাকবে- শিক্ষাসনদ, বিয়ে ও আইনি নানা ধরনের সনদ, জন্মসনদসহ ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে প্রয়োজনীয় নথিপত্র সত্যায়ন, পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত সহায়তা, প্রবাসী নাগরিকদের ও তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় জরুরি সেবা।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, দপ্তরটি চালুর বিষয়ে প্রাথমিক প্রস্তুতি চলছে। দেখা যাক, কবে নাগাদ চালু করা যায়। আশা করা যায়, খুব দ্রুতই এটি চালু করা হবে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page