মঙ্গলবার- ১৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে খাল খনন করতে গিয়ে প্রাণ গেল স্কেভেটর চালকের

চট্টগ্রামে খাল খনন করতে গিয়ে প্রাণ গেল স্কেভেটর চালকের

ট্টগ্রামের চান্দগাঁও এলাকায় খাল খনন করতে গিয়ে প্রাণ গেল হারুন নামে এক স্কেভেটর চালকের।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে থানার মোহরা এলাকার কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হারুনের বাড়ি নোয়াখালী বলে জানিয়েছেন মোহরা পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) আজিজুল হক। তিনি বলেন, হারুন পেশায় স্কেভেটর চালক। তার পরিবার আমাদের সাথে রয়েছে।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খাল খননের সময় বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। আমরা তাদের জানিয়েছিলাম, একজন লোক ক্রেনের নিচে চাপা পড়ে আছে। কিন্তু তারা কোনো উদ্ধার অভিযান চালায়নি। আজ বিকেলে লাশটি ভেসে ওঠে, বলেন তিনি।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page