শুক্রবার- ২৮ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে আগুনে পুড়ছে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

চট্টগ্রামে আগুনে পুড়ছে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

ট্টগ্রাম মহানগরের বাকলিয়া এক্সেস রোডে আগুনে পুড়ে গেছে একটি ঝুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানা। পুড়েছে পাশের কয়েকটি বসতবাড়িও।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে আহাদ কনভেনশন হলের পাশে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নি নির্বাপণের কাজ এখনও চলছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। শনিবার (১৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

তিনি বলেন, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পর্যাপ্ত পানি না থাকায় শুরুতে সমস্যায় পড়তে হয়। তারপরও ভোররাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কারখানার ভেতরে আগুন এখনও জ্বলছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, আগুনে একটি ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানা পুড়ে গেছে। পুড়ে গেছে আশপাশের কয়েকটি বসতবাড়িও। তবে অগ্নিকান্ডে হতাহতের কোনো খবর নেই। নেই নিখোঁজের খবরও। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত শেষে বলা যাবে।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২টার দিকে বাকলিয়া এক্সেস রোডে আহাদ কনভেনশন হলের পাশের ঝুট গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ধোঁয়া প্রায় দুই কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, কালুরঘাট, লামাবাজার ও আগ্রাবাদ স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে পানি সংকট এবং কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এরপরও প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে এখনও।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page