
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন– উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের অলি আহম্মদের ছেলে জহির আহম্মদ (৫২), একই এলাকার মো. হাবিবের ছেলে মো. হাবিবের ছেলে সাকিবুল ইসলাম (২২) এবং তার ভাই মো. রানা (৪৫)।
বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। তিনি জানান, প্রথমে আসামি জহির আহাম্মদ নামে একজনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময় তার দোকানের তাক থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি পিস্তলের ম্যাগাজিন।
পরে জহির আহম্মদের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তী অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম ও রানা নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১৭ নভেম্বর গ্রেপ্তার করা হুমায়ুন উদ্দীন আকাশের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি মহিউদ্দিন তার বাড়ি সংলগ্ন পুকুরপাড়ে অস্ত্র পুঁতে রেখেছিল। পরে ১৮ নভেম্বর সেই স্থান থেকে ১টি একনলা বন্দুক ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।
সব মিলিয়ে জেলা গোয়েন্দা শাখা, হাটহাজারী থানা ও রাউজান থানার বিশেষ অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে মোট ৫টি মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটানা অভিযানে উদ্ধার করা হয়েছে ১৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি এবং ২৪টি কার্তুজ।










































