শুক্রবার- ৯ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে ব্যারাকের বাথরুম থেকে এএসআইয়ের লাশ উদ্ধার

চট্টগ্রামে ব্যারাকের বাথরুম থেকে এএসআইয়ের লাশ উদ্ধার

ট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ব্যারাকের বাথরুমের ভেতর থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তার নাম মো. অহিদুর রহমান (৩২)। তিনি চকবাজার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজির আলী। তিনি জানান, বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে তিন মাস আগে সিএমপিতে যোগ দেন অহিদুর। গত সেপ্টেম্বরে তার চকবাজার থানায় পদায়ন হয়। থানার ব্যারাকে থাকতেন তিনি।

আরও পড়ুন :  বিপিসির পাইপলাইন ফুটো করে তেল চুরি

ব্যারাকের অন্য পুলিশ সদস্যরা জানান, রবিবার সকালে গামছা, সাবান নিয়ে গোসল করতে বাথরুমে যান অহিদুর। আমাদের আরেকজন সদস্য গোসল করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাচ্ছিলেন। তিনি বাইরে থেকে ডাকাডাকি করেন। কয়েকবার দরজা ধাক্কানোর পরও সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, আমাদের ওই সহকর্মী তখন চিৎকার করে অন্যদের ডাকেন। অন্যরা গিয়ে দরজা ভেঙ্গে তাকে ছাদের হুকের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার লাশ উদ্ধার করা হয়। নিহত এএসআই অহিদ নোয়াখালী জেলার কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।

আরও পড়ুন :  চট্টগ্রামে কোথাও মিলছে না এলপি গ্যাসের সিলিন্ডার

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, গত রাতেও থানার টহল টিমের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন অহিদুর। সকালে কাজ শেষ করে তিনি থানার ব্যারাকে ফিরেছিলেন। রাতে তার সাথে যারা ডিউটি করেছিলেন তারা বলেছেন তার মধ্যে কোনো অস্বভাবিকতা তারা দেখেননি। স্বাভাবিকভাবেই ডিউটি করেছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান উপ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

আরও পড়ুন :  পলাতক সাবেক ভূমি মন্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঈশান/মম/মউ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page