বুধবার- ২৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম কারাগার থেকে গোপনে সরানো হল সন্ত্রাসী সাজ্জাদ ও স্ত্রী তামান্নাকে

চট্টগ্রাম কারাগার থেকে গোপনে সরানো হল সন্ত্রাসী সাজ্জাদ ও স্ত্রী তামান্নাকে

ট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গোপনে স্থানান্তর করা হয়েছে। ছোট সাজ্জাদকে রাজশাহী এবং তামান্না শারমীনকে ফেনী কারাগারে স্থানান্তর করার কথা জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীন চট্টগ্রাম কারাগারে বসে সন্ত্রাসী কার্যকলাপে কলকাঠি নাড়ছে এমন একটি প্রতিবেদন দৈনিক যাযায়দিন পত্রিকায় প্রকাশ হয়েছে।

যা কারা কর্তৃপক্ষের নজরে এসেছে। তারই ভিত্তিতে বিষয়টি খতিয়ে তার সত্যতা খুঁেজ পাওয়ায় কয়েকদিন আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছোট সাজ্জাদকে রাজশাহী ও তামান্না শারমীনকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন :  খুনোখুনিতে চট্টগ্রামে বালু তোলা ও বিক্রয়ে নিষেধাজ্ঞা

সূত্রমতে, ছোট সাজ্জাদ চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুর গ্রামের সোনা মিয়া সওদাগর বাড়ির জামালের ছোট ছেলে। তাকে বুড়ির নাতি হিসেবে অনেকে চেনেন। ছোট সাজ্জাদের বিরুদ্ধে খুনসহ এক ডজন মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করে। এরপর তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। অনেকের মতে, কারাগারে বসে চট্টগ্রামের অপরাধ জগত নিয়ন্ত্রণ করছে ছোট সাজ্জাদ।

আরও পড়ুন :  বৈঠকের পরও অবরোধ কর্মসূচিতে অনড় স্কপ, রক্ষা পরিষদের প্রত্যাহার

ছোট সাজ্জাদ এক সময় দুবাই পালিয়ে যাওয়া বড় সাজ্জাদের অনুসারি ছিলেন। ২০০৪ সালে বড় সাজ্জাদ বিদেশে বসে তার অপরাধ জগৎ নিয়ন্ত্রণে ছোট সাজ্জাদকে কাছে টেনে নেয়। এরপর বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও এবং হাটহাজারী এলাকায় কেউ নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা বাণিজ্য, জমি বেচাকেনা করলেই ফোন আসে সাজ্জাদের। চাঁদা দিতে গড়িমসি করলে শিষ্যদের দিয়ে হামলা করায়।

চলতি বছরের গত ২৯ আগস্ট রাতে কুয়াইশ-অক্সিজেন সড়কে মো. আনিস ও মাসুদ কায়ছারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পৃথক মামলার আসামি ছোট সাজ্জাদ। গত ১৮ সেপ্টেম্বর ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে বায়েজিদ বোস্তামীর কালারপুল এলাকায় নির্মাণাধীন ভবনে গিয়ে প্রকাশ্যে চালায় সাজ্জাদ।

আরও পড়ুন :  চট্টগ্রামে রেল কর্মকর্তা সেলিমের অনিয়ম অনুসন্ধানে দুদক

গত ২১ অক্টোবর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসীন নামের এক ব্যবসায়ীকে হত্যা করে সাজ্জাদ আলোচনায় আসে। এর আগে গত ১০ মে দিবাগত রাতে নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে ছোট সাজ্জাদেও স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page