রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

ওসির প্রতি কৃতজ্ঞতা জানাতে এমপির ফুলেল শুভেচ্ছা-মিষ্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে নৌকা প্রতিকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী। এরপর গত শুক্রবার (২৬ জানুয়ারি) তিনি চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় গিয়ে ওসি ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি ওসির জন্য মিষ্টিও নিয়ে যান।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে ফুলেল শুভেচ্ছার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে চট্টগ্রামজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

ছবিটি সম্পর্কে চট্টগ্রামের একজন আইনজীবী বলেন, সংসদ সদস্য আইনপ্রণেতা। আর ওসি প্রজাতন্ত্রের একজন কর্মী। এ  অবস্থায় এমপির চোখে ওসি বড় বা সম্মানের হল কিভাবে? এমপির পক্ষ থেকে ওসির কাছে ফুল ও মিষ্টি নিয়ে যাওয়া মোটেও কোনো ভালো লক্ষ্মণ নয়। এছাড়া এমন কৃতজ্ঞতা প্রকাশের রহস্যটাই বা কি?

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আমি থানায় যাইনি। আর এসব নিয়ে লেখালেখি করার কী আছে? লেখালেখি না করাই ভাল।

এ বিষয়ে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, বিষয়টি কোনো দোষের নয়। এখানে আইনের কোনো ব্যত্যয় দেখছি না। পত্রিকায় যা পারেন লেখেন।

ঘটনাটি প্রকাশ পায় মূলত ওসি শেখ নেয়ামত উল্লাহ ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে। ফুল দিয়ে শৃুভেচ্ছা জানানোর ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি। এরপর সমালোচনা হলে নিজেই ছবিসহ পোস্টটি সরিয়ে নেন।

ওই পোস্টে ওসি শেখ নেয়ামত উল্লাহ লিখেছিলেন, তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য)। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায থানায় ওসি হিসেবে কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।

জানা গেছে, ওসি শেখ নেয়ামত উল্লাহ একসময় পটিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। এ সময় নবনির্বাচিত এমপি মোতাহেরুল ইসলাম এই ওসির প্রতি যারপরনাই খুশি ছিলেন। সম্প্রতি তিনি খুলশী থানায় যোগ দিলেও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননি বর্তমান এমপি।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page